Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সেপ্টেম্বর/অক্টোবর/নভেম্বর মাসের চাল বিতরণকালে আবশ্যিকভাবে পালনীয় নির্দেশনাবলী
Details

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে নাগরপুর উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচীর সকল ডিলারের অবগতির জন্য জানানো যাচ্চে যে, আসন্ন খাদ্যবান্ধব কর্মসচি পরিচারনার সময় নিম্নলিখিত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে অন্যথায় ডিলারশিপ বাতিলের পাশাপাশি অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশনাবলী:

          ১.  চাল উত্তোলনের পুর্বেই দোকান চত্বর অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে ।

          ২. উত্তোলিত সঠিক পরিমান সঠিক পরিমাণ বস্তয় আবশ্যিকভাবে গুদামে মজুত থাকতে হবে

          ৩. ট্যাগ অফিসারের উপস্তিতিতে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে ।

           ৪. ট্যাগ অফিসার কর্তৃক মজুত চালের বস্তা শতভাগ গণনাপর্বক চাল বিক্রির অনুমতি প্রদান সাপেক্ষে দিনসহ প্রতি বিক্রয়   দিবসে চাল  বিতরণ করতে হবে।               

           ৫. বিক্রয়কেন্দ্রে শতভাগ ডিজিটাল ওজন যন্ত্রের ব্যবহার আবশ্যিকভাবে নিশ্চত করতে হবে ।

           ৬. বিক্রয়কেন্দ্রে বিক্রয়ের সময় কোনোক্রমেই বালতি ব্যবহার করা যাবে না ।

           ৭. করোনাকালে ভোক্তাদের সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে ৩(তিন) ফুট পর পর দারানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

           ৮. ভোক্তাদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য খাদ্যবান্ধক কার্ডের সাথে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনপূর্বক চাল বিতরণ করতে হবে

           ৯. ভোক্তার সঠিক পরিচয় নিশ্চিত না হয়ে কোনো ভাবেই চাল বিক্রয় করা যাবেনা । 

           ১০. লাইসেন্স উল্লেখিত  দোকানের ঠিকানায় অবশ্যই বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে

           ১১. বিক্রয়কেন্দ্রের বাইরে দৃশ্যমান জায়গায় খাদ্যবান্ধব কর্মসূচির নির্ধারিত লাল ব্যানার অবশ্যই লাগাতে হবে ।

Publish Date
20/09/2020
Archieve Date
15/09/2021